কোরআনের ১টি আয়াত পাঠ করা একটি উট লাভ করার চেয়ে উত্তম বর্তমান বাজার দর হিসাবে একটা উটের দাম কমপক্ষে ২ লক্ষ টাকা সে হিসেবে একটি আয়াত পাঠ করা মানে ২ লক্ষ টাকার চাইতে উত্তম। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কেন সকালে মসজিদে গিয়ে আল্লাহর কোরআন হতে দুটি আয়াত পড়ে না বা শিক্ষা দেয় না ? তাহলে সেটি তার জন্য দুটি উট লাভ করার চেয়ে উত্তম হবে। তিনটি আয়াত তিনটি উট অপেক্ষা উত্তম। চারটি আয়ত চার উট অপেক্ষা উত্তম। অনুরূপ আয়াতের সংখ্যা অনুপাতে উটের সংখ্যা অপেক্ষা উত্তম।
-[সহীহ মুসলিম : ১৩৩৬]