দরজার ওপাশে কে?
,
,
,
ঘটনার শুরুটা হয়েছে মাসখানেক
আগে
বলছি আমাদের বাসায় থাকা
কুকুরটার কথা। মাসখানেক থেকেই
একটু অদ্ভুত আচরণ করছিল সে।
মাঝরাতে সবাই যখন ঘুমের সাগরে
হাবুডুবু খায়, ঠিক তখনই আমাদের
দোতলা বাসার নিচ তলা থেকে সে
উঠে এসে সজোরে আমার রুমের
দরজায় আঁচড় দিতে থাকে। প্রথম
রাতে তো রীতিমত ঘুম থেকে ধড়মড়
করে উঠেছি, হঠাৎ কী হলো তা
দেখার জন্য। যদিও আশেপাশে সব
ঠিকঠাকই থাকতো, কিন্তু
প্রতিরাতে তার এইসব অদ্ভুত আচরণে
আমি বেশ অবাক হতাম। আমার মনে
হতো, আমাদের কুকুরটি যেন
মাঝরাতে ভূত দেখতে পেত। এছাড়া
অস্বাভাবিক এরকম আচরণের মানে
আর কী-ই বা হতে পারে!
তো সেদিন মাঝরাতে খুব জোরে
জোরে দরজায় আঁচড় দেওয়াতে
বরাবরের মতো আমার ঘুম ভেঙে
গেল। অন্যদিনগুলোতে ওর নাম ধরে
ডাকলে কিছুক্ষণ পরই দরজা ঠেলে
আমার বিছানার পাশে এসে
দাঁড়াতো। কিন্তু সেদিন রাতে যেন
দরজা ভেঙে ফেলার উপক্রম হলো।
এদিকে আমি যতই ডাকছি, দরজার
ওপাশ থেকে কোনও সাড়াই আসছে
না দেখে আমি বিছানা থেকে উঠে
দাঁড়ালাম। এক পা সামনে যেতেই
মোবাইলের আলোতে দেখি… আরে!
কুকুরটা দেখি আমার বিছানার পাশে
গুটিসুটি হয়ে শুয়ে আছে! ঐদিকে
দরজা থেকে কিন্তু তখনও আওয়াজটা
আসছিল...!
আমি কি করবো কিছুই বুঝে উঠতে
পারছিনা। এদিকে মনে হচ্ছে দরজা
ভেঙেই ফেলবে। আমি বললামঃ
ওপাশে কে রে??
কোনো সাড়া শব্দ নেই শুধুই দরজা
আচরাচ্ছে।
আমি রুমের লাইটটা জ্বালাবো
কিন্তু লাইট জ্বলছেনা কারেন্ট চলে
যাবার তো কোনো কথা নেই দুটো
লাইন নেয়া একটা গেলে আরেকটা
চলবে আর কারেন্ট এ প্রবলেম হলে
আইপিএস তো আছেই তাহলে!
হয়তো লাইন এ প্রবলেম হয়েছে।
এদিকে দরজা আচরানোর আওয়াজ
একটু থেমেছে।
আমি আবার শুয়ে পড়লাম।
একটু পর আবার শুরু হলো সেই আওয়াজ
এবার ফোনের ফ্ল্যাশ লাইট
জ্বালিয়ে কুকুরটিকে সাথে নিয়ে
দরজার কাছে গিয়ে আছতে আছতে
সাবধানে দরজাটা খুললাম খুলার পর
মনে হলো সাদা কি যেনো খুব দ্রুত
আমার সামনে থেকে সরে গেলো।
এদিকে শীতের মধ্যেও আমি ঘেমে
অস্থির।
দরজায় দেখলাম শুধু নক দিয়ে
আচরানোর দাগ।
আমি তো ভয়ে কি করবো কিছুই
বুঝতেছিনা।
আমার ভাইকে ডাক দেবো ভেবেও
ডাক দিলাম না।
তারপর যখন ঘুরে ভেতরে যাচ্ছি তখন
হটাত পিছলে কি যেন একটা
জিনিসের উপর পিছল খেয়ে পরে
গেলাম।
এবার মনে হচ্ছে পিছলা একটি হাত
আমাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে।
আর কি দুর্গন্ধ যে বেড় হয়েছে বলার
মতোনা আমিতো কিছুতেই উঠতে
পারছিনা আমায় টেনে ধরে রেখেছে
চিতকার দেয়ার শক্তিটাও নেই।
একটুপর পায়ে খুব ব্যাথা অনুভব করলাম
মনে হচ্ছে কেউ পায়ে সুই ঢুকিয়ে
দিচ্ছে আর বেড় করছে একটু পর জ্ঞান
হারিয়ে ফেললাম।
চোখ খুলে দেখি আমি খাটে শুয়ে
আছি আর আমার বাসার সবাই আমকে
ঘিরে দাঁড়িয়ে আছে আর একটি হুজুর
আমার মাথার কাছে বসে বসে ঝার
ফুক করছে।
আমার শরীরটা খুব ব্যথা করছে
দেখলাম আমার পা দিয়ে শুধু
আচরানোর দাগ।
তারপর হুজুর বলল সব ঠিক আছে ওটা
আর কোনোদিন আসবেনা আর
কিছুদিনের মদ্ধেই আমি সুস্থ হয়ে
উঠবো।
তারপর আমার আম্মু আমাকে বলল
কাল রাতে কি হয়েছিলো আমি যখন
জ্ঞান হারিয়ে ফেলি তখন নাকি
কুকুরটা খুব ঘেউ ঘেউ করছিলো পরে
আমার আব্বু আম্মু এসে দেখে আমি
জ্ঞান হারিয়ে পরে আছি আর কুকুরটা
কি যেনো একটি সবুজ শেওলায় ভরা
ভয়ংকর আকৃতির এক বস্তুর সাথে
ধস্তাধস্তি করছে আমার আব্বু আম্মু
দেখে নাকি সেই বস্তুটি উধাও হয়ে
গেছে।
তারপর তারা দেখলো সেই বিস্তুটা
কুকুর এর সাথে ধস্তাধস্তির সময়
কুকুরটাকে এমনভাবে আচরিয়েছে
এবং কামড়িয়েছে যে কুকুরটাকে আর
বাচানো গেলোনা পরে তারা
হুজুরকে ডেকে এনে আমার চিকিৎসা
করায়।
কুকুরটা তার নিজের প্রান দিয়ে
আমাকে বাচালো।
(সমাপ্ত)